লাগাতার বৃষ্টিপাতে জাতীয় সড়কে ধসে ব্যাহত যান চলাচল
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ অবিরাম বৃষ্টিতে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস। প্রসঙ্গত জানা গেছে শ্বেতিঝোড়ায় রাস্তার একটি অংশ তলিয়ে গিয়েছে। সূত্রে খবর মিলছে রাস্তাটির জরুরি মেরামতের করার কারণে জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে যান চলাচল বন্ধ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামত হওয়া পর্যন্ত সিকিম থেকে শিলিগুড়ি, ডুয়ার্স পর্যন্ত ছোট যানবাহনগুলি অন্যান্য রুটে দিয়ে সুবিধামত চলাচল করতে পারবে। তবে এই বিষয়ে আরো জানা গেছে, সিকিম থেকে শিলিগুড়িগামী ভারী যানবাহনের যাতায়াত করবার সময় কাল শুধুমাত্র সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা। শনিবার রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল সহ প্রতিবেশী রাজ্য সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রাতভর ভারী বৃষ্টির কারণে সমতলে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা, হাতিয়াডাঙা, একতিয়াশালের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে।

















