উত্তরবঙ্গে পদ্মার ইলিশের দামে আগুন
দাবদাহ লাইভ, শিলিগড়ি, নিজস্ব সংবাদদাতাঃ এবার উত্তরবঙ্গে প্রবেশ পদ্মার ইলিশের। শিলিগুড়ির বিভিন্ন বাজারে শনিবার পদ্মার ইলিশের দেখা মিলেছে। তবে ইলিশ বলে কথা, নাগাল কি এত সহজে পাওয়া যাবে? দাম শুনলে ভিরমি খাওয়ার জোগাড়। প্রসঙ্গত শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে দেখতে পাওয়া গেছে পদ্মার ইলিশ। ইলিশের দাম জানতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। দুই রকম ওজনের ইলিশ প্রবেশ করেছে উত্তরবঙ্গে, এক প্রকারের ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম। আর আরেক প্রকার রয়েছে আরো ওজন বেশি। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম অন্তত ১২০০ থেকে ১৩০০ টাকার আশেপাশে। আর বেশি ওজনের আরও বেশি দাম। মধ্যবিত্তের নাগালের বাইরে। এই বিষয়ে বিক্রেতারা জানিয়েছেন বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে সেই জন্য বিক্রি করার ক্ষেত্রেও দামটা বেশি। শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট থেকে গোটা উত্তরবঙ্গে মাছ সরবরাহ করা হয়ে থাকে। জলপাইগুড়ি কোচবিহার সহ আরো অন্যান্য জায়গায় অল্প কিছু সংখ্যক পদ্মার ইলিশ হয়েছে বলে জানা গেছে।

















