Banner Top

পড়ুয়া ধর্ষণের ঘটনায় ২ অভিযুক্ত গ্রেফতার

          দাবদাহ লাইভ,  ডায়মন্ডহারবার, নিজস্ব সংবাদ দাতাঃ  দক্ষিণ ২৪ পরগণা জেলার মন্দিরবাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্তে নেমে অবশেষে দুই অভিযুক্তদের গ্রেফতার করল মন্দিরবাজার থানার পুলিশ। ধৃতদের নাম সাহারুল হালদার ও ইউনুস হালদার। ধৃতদের বিরূদ্ধে ধর্ষনের মামলা রুজু করেছে মন্দির বাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সাহারুল হালদারকে হটুগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি ইউনুস হালদারকে সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে মন্দির বাজার থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি,৩৪২,৫০৬,৩৫৪,৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় ইতিমধ্যে নির্যাতিত পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিত পরিবারসূত্রে  জানা যায় যে, এই ঘটনার পর থেকে অভিযুক্তের পরিবার তাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে আতঙ্কিত রয়েছে। আইনের উপর ভরসা রাখছে নির্যাতিত পরিবার ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী।

পড়ুয়া ধর্ষণের ঘটনায় ২ অভিযুক্ত গ্রেফতার
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment