কবি বিনয়ের জন্মদিন পালন ঠাকুরনগরে
১৭ই সেপ্টেম্বর, ২০২৩ দাবদাহ লাইভ, ঠাকুরনগর, বাসুদেব সেনঃ আজ ঠাকুরনগরে কালজয়ী কবি বিনয় মজুমদারের ৯০তম জন্মদিন পালন হয়। কবিতা আশ্রম পত্রিকা থেকে এক মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত কবি মৃদুল দাশগুপ্ত, সাহিত্যিক ও সাংবাদিক দেবাশীষ চন্দ, আকাদেমি পুরষ্কার প্রাপ্ত বিভাস রায় চৌধুরী, সুরভি চট্টোপাধ্যায়, তমাল রাহা, নীলাদ্রি বিশ্বাস, তীর্থঙ্কর মৈত্র, সুধীর সেন ও অনেকে। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন কবি বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি ও কবি বিনয় মজুমদার সাধারণ গ্রন্হাগার। সাংস্কৃতিক সম্পাদক দীপক বালা, গ্রন্হাগারের সম্পাদক বৈদ্যনাথ দলপতি, স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক শিবেন মজুমদার সমাগত কবি সাহিত্যিকদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। শিমুলপুর ঠাকুরনগরে কয়েক শত বিনয় অনুরাগী মানুষ হাজির হয়েছিলেন। কবিতা পাঠ, আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুগ্ধ করেছে সবাইকে।

















