পুলিশের সংবর্ধনা সিপি ডি আরের
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়ঃ ১ সেপ্টেম্বর পুলিশ দিবস, মানবাধিকার কর্মীরা জানান, শিক্ষকদের জন্য বিশেষ দিন রয়েছে, রয়েছে নারীদের জন্য বিশেষ দিন। আর যারা আমাদের জন্য প্রাণও দিতে পারেন, তাঁদের জন্য কিছু করা হবে না? কোভিড ১৯ সময় যখন সবাই দরজা বন্ধ করে ঘরে ছিল, একমাত্র পুলিশই রাস্তায় নেমে ছিল, সচেতন করেছে মানুষকে। অসংখ্য মানুষ করোনা ভাইরাসের হাত থেকে বেঁচে গেছে পুলিশের আত্মত্যাগের জন্যে। প্রাণ ও হারাতে হয়েছে অনেক পুলিশ কর্মীকে, মানবাধিকার কর্মীরা আরও জানান, তাঁদের এই আত্মত্যাগের দাম দিতে হবে। তাঁদের কে সম্মান করতে হবে। মানবাধিকার সংগঠন সিপিডি আর পশ্চিমবঙ্গ বারাসাত শাখা কর্মীরা, পুলিশ দিবসের ব্যাচ ও উত্তরী পরিয়ে সম্বর্ধনা জানান, বারাসাত থানা, মধ্যমগ্রাম থানার, মধ্যমগ্রাম ট্রাফিক পুলিশ কর্মীদের সম্বর্ধনা জানান, বারাসাতের কলোনি মোড় ট্রাফিক পুলিশ কর্মীদের , বারাসাত চাপাডালি মোড় ট্রাফিক পুলিশ কর্মী সহ সমূহ পুলিশ কর্মীদের ব্যাচ উত্তরী পরিয়ে সম্বর্ধনা জানান। এই দিনে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন, বারাসাত শাখার সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, সহ সভাপতি, লক্ষীকান্ত দেবনাথ, মনিষ সরকার প্রমুখ।

















