বনগাঁ লোকালে মহিলার কামড়ে বচসা ও রক্তাক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বনগাঁ লোকালের মহিলা কামরায় মহিলাদের মধ্যে শুরু হয় চুলোচুলি। সেই চুলোচুলি পৌঁছায় রক্তারক্তি কান্ডে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হতেদেখা যায়। ভিডিওতে দেখা যায় ট্রেনের মহিলা কামরায় দুই মহিলা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়েছে। হটাৎই তা চরম পর্যায়ে পৌঁছায়। এক মহিলার মাথা থেকে অঝোরেই পড়তে থাকে রক্ত। যা দেখে রীতিমতো শিউরে উঠেন সকলে। শুক্রবার শিয়ালদহ থেকে ৬ টা ৩৮ এর বনগাঁগামী লোকাল হাবরা স্টেশনে ঢোকার পূর্বেই ঘটনাটি ঘটে বলে সূত্রে খবর। সূত্রের খবর এদিন রাত ৬ টা ৩৮ এর বনগাঁ লোকাল শিয়ালদহ ছেড়ে বিধান নগর পৌঁছালে সেখান থেকে মহিলা কামড়ায় এক মহিলা ওঠে। এরপরই বসার সিট নিয়ে শুরু হয় বচসা। ধীরে ধীরে বচসা এমন পর্যায় পৌঁছায় যে চুল ধরে টানাটানি এমনকি মারধর এর পর্ব শুরু হয়ে যায়। তার মধ্যে দেখা যায় এক মহিলার মাথা থেকে অঝোরে ঝরছে রক্ত। অন্যদিকে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা বিষয়টি সামাল দিতে গেলে কোন মতেই তা সামলাতে পারে না। শেষে হাবরা জি আর পি এফ-র কাছে অভিযোগ দায়ের করে দুই মহিলা যাত্রী। ওই ঘটনার তদন্তে নেমেছে জিআরপিএফ-র পুলিশ। বনগাঁ লোকালের মহিলা কামড়ায় ঘটে যাওয়া এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি দাবদাহ লাইভ।


































