জাতীয় সড়ক দূর্ঘটনাপ্রবণেও ট্রাফিক পুলিশ উদাসীন
দাবদাহ লাইভ, পূর্ব বর্ধমান, বৈশাখী সাহাঃ পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ৬০নং জাতীয় সড়কে দূর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। দুর্ঘটনা কবলিত হয়ে অকালে বহু তরতাজা প্রাণ ঝরে পড়লেও পুলিশ প্রশাসনের হুঁশ ফিরছে না বলে অভিযোগ স্থানীয়দের। শুক্রবার সকালে পুনরায় পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি মোড় বিলপাহাড়ি রোডে বাইক দূর্ঘটনা ঘটে। যার জেরে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। এলাকায় ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয়। দূর্ঘটনা প্রবণ এলাকায় বারংবার দূর্ঘটনা ঘটায় অভিযোগের তীর ট্রাফিকের গাফিলতির দিকে। এছাড়াও পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলতেই ব্যাস্ত থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পাণ্ডবেশ্বর বিলপাহাড়ি মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি বাইক দ্রুত গতিতে রানীগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তা পারাপার করছিল বীরভূমের ময়না ডালের বাসিন্দা ২২ বছরের শুভম বাউরী নামে এক যুবক। যুবকটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি পরে গেলে গুরুতর আহত হয় ওই যুবক সহ বাইক আরোহীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাইক আরোহী দুজনের মৃত্যু হয়। বাইকের দুই আরোহী কৃষ্ণ শুক্লা ও বিকি কোলে লাউদোহা ব্লকের মামা কুঠি এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

















