স্ত্রী ও কন্যাকে হত্যা, গ্রেফতার অভিযুক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে মেয়ে ও স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে এক ব্যক্তি। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত রামচন্দ্রপুরের খাসপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত সঞ্জীব পালের স্ত্রী মৌসুমী পাল বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিল। যা নিয়ে সংসারে অশান্তি প্রায় লেগেই থাকতো। একাধিকবার বারণ করা সত্বেও কর্নপাত করেনি সঞ্জীবের স্ত্রী। এদিন ওই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি চরমে ওঠে। ক্রোধ সম্বরণ করতে না পেরে সঞ্জীব তার স্ত্রী ও কন্যা সৌমিলি পালকে হত্যা করে। এরপর স্থানীয় বাদুড়িয়া থানাকে উপেক্ষা করে হাবড়া থানায় পৌঁছে আত্মসমর্পণ করে সঞ্জীব। হাবড়া থানার পুলিশের কাছে স্ত্রী ও কন্যাকে হত্যা করার কথা নিজ মুখে স্বীকারও করে নেয় সে। আত্মসমর্পণ করার পর হত্যাকান্ডে অভিযুক্ত সঞ্জীবকে গ্রেফতার করে পুলিশ। হত্যার অপরাধে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বারাসাত আদালতে পেশ করে হাবড়া থানার পুলিশ। অন্যদিকে স্থানীয় মারফত খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য দেহ দুটিকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে বাদুড়িয়া থানার পুলিশ।

















