Banner Top

শিলিগুড়িতে অস্বস্তিকর আর দার্জিলিং আমেজে

                                                 দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সমতল ও পাহাড়ের আবহাওয়া একেবারে উল্টো। সকাল থেকেই শিলিগুড়িতে আকাশ পরিষ্কার ছিল, বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় তাপমাত্রা। বেশ কিছুদিন ধরেই অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত রয়েছে শহরে। তবে একেবারেই বিপরীত চিত্র পাহাড়ে, আজ দার্জিলিং এর আবহাওয়া অত্যন্ত মনোরম ছিল। আকাশ মেঘলা, শীতল অনুভূতি সব মিলিয়ে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ সময় বলা যেতেই পারে। সামনেই রয়েছে শারদ উৎসব বেজে উঠেছে আগমনী সুর, ধীরে ধীরে পাহাড়ে বেড়ে চলেছে পর্যটকদের আনাগোনা। একই সাথে দার্জিলিং নিকটস্থ কালিম্পং এর আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম, রোদের দেখা মিললেও সেরকম গরম অনুভূত হয়নি। অপরদিকে জলপাইগুড়ি সহ ডুয়ার্স আরো একটি রোদ ঝলমলে দিন উপহার পেল। প্রসঙ্গত বর্ষা শেষে শরতের শুরুতে ধীরে ধীরে পাহাড়ে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। পরে যখন ব্যবসায়ীরা আশা করছেন চলতি বছরেও পুজোর সময় পাহাড়ে পর্যটকদের আনাগোনা যথেষ্ট লক্ষ্য করা যাবে। পাহাড়ের দুর্দান্ত আবহাওয়া সেই রকমই ইঙ্গিত দিচ্ছে।

শিলিগুড়িতে অস্বস্তিকর আর দার্জিলিং আমেজে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment