নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার-৩
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ প্রচুর ফেন্সিডিল সহ তিন পাচারকারীকে হাবড়া থানার যশোহর রোডের দেশবন্ধু পার্ক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সূত্র মারফত এস টি এফের কাছে এই মর্মে খবর আসে যে, পাচারের উদ্দেশ্যে যশোহর রোড ধরে যাচ্ছে উত্তর প্রদেশ থেকে বনগাঁগামী একটি ট্র্যাক। সূত্র অনুযায়ী পুলিশের একটি দল ট্র্যাকটির উপর নজর রাখে। এরপর সন্দেহজনকভাবে Up 71T 9413 নম্বর যুক্ত ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৪৯০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল বা কাফ সিরাপ। এরপর ট্রাকসহ তিন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, উত্তর প্রদেশ থেকে ফেন্সিডিল ভর্তি ওই ট্র্যাক যশোর রোড ধরে বনগাঁ সীমান্ত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা। তদন্তকারী অফিসারের কথায়, চোরাপথে পুলিশের চোখ এড়িয়ে ট্রাকটি যাওয়ার চেষ্টা করেছে অনেকবার কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষমেশ উত্তর প্রদেশের ফতেপুর এলাকার বাসিন্দা ৩৩ বছরের কুলদীপ গুপ্তা, ২১ বছরের ধীরাজ বিশ্ব শর্মা, ১৮ বছরের সনু প্রসাদ পুলিশের হাতে ধরা পড়ে। ফেন্সিডিলের বোতল সহ ট্র্যাকটি বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত করা ফেন্সিডিলের বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের বারাসাত আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ওই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

















