শিলিগুড়িতে নকআউট ফুটবল প্রতিযোগিতা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ির পুরনিগমের দুই নম্বর বরো কমিটির উদ্যোগে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রামকৃষ্ণ ময়দানে। শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ ময়দানে এদিন সকাল থেকে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয় বলে সূত্রে খবর মিলেছে। উক্ত ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের সময় উপস্থিত হয়েছিলেন পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এম এমআইসি মানিক দে, সহ আরো অন্যান্যরা। প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কিছু পূর্বে খেলোয়ারদের ও ম্যাচ রেফারিদের সাথে চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী পরিচয় পর্ব সারেন। উক্ত প্রতিযোগিতার ফাইনালে বিজয়ী ও পরাজিত উভয় দলকেই রানার্স ও উইনার্স ট্রফি দেওয়া হবে বলে জানা গেছে। এছাড়া আরো অন্যান্য পুরস্কারও রয়েছে বলে সূত্রে খবর মিলেছে।

















