শিলিগুড়িতে মা ক্যান্টিনের উদ্বোধন
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়িতে ৫ টাকায় পাওয়া যাচ্ছে ডিম ভাত, ডাল, সবজি। শিলিগুড়িতে আবারও উদ্বোধন হলো মা ক্যান্টিনের। প্রসঙ্গত শিলিগুড়ি পুর নিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গেট বাজারে মা ক্যান্টিনের উদ্বোধন হলো। এর আগেও দু’ একটি মা ক্যান্টিনের উদ্বোধন হয়েছে বলে জানা যায়। উল্লেখ্য এনজিপি সহ কয়েকটি এলাকায় মা ক্যান্টিনের উদ্বোধন হয়েছে। উপস্থিত হয়েছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অন্যানরা। ৫ টাকায় প্রতিদিন পাওয়া যাবে ডিম, ভাত ,ডাল সবজি। খাবারের গুণগত মান নিয়ে যাতে কোন সন্দেহ না থাকে তার জন্য মেয়র ও ডেপুটি মেয়র নিজেরা এই খাবার প্রায়ই খান।

















