মহিলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় খেলা
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ দারা আয়োজিত মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা আজ অনুষ্টিত হলো শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে। উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অন্যতম ফুটবল ক্ষেত্র হিসেবে পরিচিত। অতীতে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একাধিক শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই মাঠে প্রচুর আন্তর্জাতিক মানের ফুটবলার তাদের খেলা দেখিয়ে গেছেন। উল্লেখ্য এই ধরনের মহিলাদের ফুটবল প্রতিযোগিতা নিঃসন্দেহে মহিলা ফুটবলের উন্নতির পথপ্রদর্শক। ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা যায়। আজ খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক মন্ডলী উপস্থিত ছিলেন।

















