মেসির ফ্রি-কিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন আর্জেন্টিনার
দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ ২০২৬ বিশ্বকাপ ফুটবল যোগ্যতা পর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের। প্রসঙ্গত ২০২৬ বিশ্বকাপ ফুটবল মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। মোট ৪৮ টি দল অংশগ্রহণ করবে এই মেগা ইভেন্টে। মেসির পায়ের জাদু দেখতে পেলেন মেসি অনুরাগীরা। তার মন্ত্রমুগ্ধ ফ্রিকিক হৃদয় জয় করল মেসি অনুরাগীদের। বাঁ পায়ের অনবদ্য শট ইকুয়েডারের গোলকিপার প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ, বল বিদ্যুতের গতিতে জালে গড়িয়ে যায়। মেসির রসায়নের কাছে পরাস্ত হয় ইকুয়েডর। ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি কিক পায়ে আর্জেন্টিনা। গোলপোস্টের কুড়ি গজ দূর থেকে মেসির অনবদ্য ফ্রি কিক ইকুয়েডরের তেকাঠিতে ঢুকে পড়ে।

















