Banner Top

কোলকাতায় এসসি – ওবিসি তৃণমূল কংগ্রেসের সভা

            দাবদাহ লাইভ, কোলকাতা,  অনন্ত চক্রবর্তীঃ  ১ সেপ্টেম্বর সর্বভারতীয় এসসি, ওবিসি তৃণমূল কংগ্রেসের এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ কোলকাতার তৃণমূল কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই সভায় সর্বভারতীয় এসসি / ওবিসি তৃণমূল কংগ্রেসের  সাংগঠনিক জেলা সভাপতি, কোঅর্ডিনেটরদের মনোবল বৃদ্ধি করে উৎসাহ বর্ধক বক্তব্য রাখেন। যেখানে সংগঠনের কিছু কর্ম পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ৷ সভায় কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে, রাজ্য সরকারের তৈরি প্রতিটি প্রকল্প মানুষের কাছে তুলে ধরবার দায়িত্ব নেন৷ তাছাড়া কোথায় কি কি উন্নয়ন প্রয়োজন বা সমাজে পিছিয়ে পড়া মানুষের স্বার্থ এবং অগ্রগতির বিষয়ে এই সভা রকমারি সিদ্ধান্ত গ্রহণ করে ৷ সভায় দলীয় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বভারতীয় এসসি /ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর তাপস মন্ডল, সাংসদ সদস্যা প্রতিমা মন্ডল, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক শ্যামল মন্ডল সহ অন্যান্যরা। আলোচনার মাধ্যমে সাংগঠনিক জেলা পদাধিকারীদের মনোবল বৃদ্ধি করে সর্বভারতীয় এসি, ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর তাপস মন্ডল বলেন, “মাননীয়া দলনেত্রী মমতা ব্যানার্জি পিছিয়ে পড়া অনুন্নত মানুষের উন্নয়নের জন্য আমাদের যে গুরুদায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্বকে সফল করার জন্য  এখন থেকে সক্রিয় হয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলতে হবে এবং এই কাজে মহিলাদের ভূমিকা সর্বদাই আগে, তাই নিজেদের মধ্যে সমস্ত ক্ষোভ-বিক্ষোভ ভুলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।” সম্মিলিত ভাবে সংগঠনের দীর্ঘ আলোচনার এই মুহূর্তটি কর্মী-সমর্থকদের উদ্দীপনায় যে প্রাণবন্ত ছিল— তা বলা বোধ হয় অত্যুক্তি হবে না৷

কোলকাতায় এসসি - ওবিসি তৃণমূল কংগ্রেসের সভা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment