লালুর ছবির মহড়া ব্যারাকপুর জয়ন্তী মাল্টিপ্লেক্সে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, নিজস্ব সংবাদদাতাঃ অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতে লালুর সাথে আমরা কমবেশী সকলেই পরিচিত। সেই লালু পরিচালক পলাশ বৈরাগীর হাত ধরে চলচ্চিত্রের আকারে মানুষের কাছে প্রকাশ পেল ব্যারাকপুর জয়ন্তী মাল্টিপ্লেক্সে। চলচ্চিত্র যেখানে ওটিটি প্লাটফর্মের মধ্যে প্রায় সীমাবদ্ধ হয়ে পড়েছে, তখন বড় পর্দায় লালুর আত্ম প্রকাশ চলচ্চিত্র প্রেমীদের কাছে এক নতুন বাতাস। পরিচালকের পরিচালন দক্ষতায় তৎকালীন সমাজ ব্যবস্থা সহ প্রাকৃতিক পরিবেশ দর্শকের কাছে প্রকাশিত হয়েছে, সেই সাথে তাদের অভিনয় দক্ষতা ছাপ রেখেছেন। ছবি সম্পর্কে হল ফেরত দর্শক জানালে বাংলার অফুরন্ত সাহিত্য ভান্ডার থেকে এরকম সাহিত্য নির্ভর ছবি আরো হোক।

















