পাহাড়ে ১২ ঘন্টা বন্ধ, শুনশান শুকনা স্টেশন চত্বর
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ শিলিগুড়ির অন্তর্গত মাটিগাড়ায় এক ছাত্রী খুনের ঘটনায় উত্তাল গোটা শহর। সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ ছাত্র খুনের ঘটনায় শহরে ১২ ঘন্টা বন্ধের ডাক দেয়। সেই রেশ কাটার আগেই এবার পাহাড় গর্জে উঠলো। ছাত্রী খুনের ঘটনায় ১২ ঘন্টা আজ পাহাড় বনধ ছিল। সকাল থেকেই সেই রেশ দেখতে পাওয়া যায় পাহাড়ে। প্রসঙ্গত শুকনা এলাকা ছিল একেবারে থমথমে। যেই এলাকা দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি পাহাড়ে যাতায়াত করে। আজ বনধের কারণে গোটা এলাকা ছিল শুনশান। সকাল থেকেই ছিল পুলিশি প্রহরা। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সতর্ক ছিল পুলিশ প্রশাসন। গোটা এলাকায় পুলিশের নজরদারি ছিল দেখবার মত। এদিন অন্যান্য দিনের তুলনায় যানবাহন অনেকটাই চলাচল কম করেছে। শুকনা বাজারের যথেষ্ট খ্যাতি রয়েছে প্রচুর দোকানপাট রয়েছে সংলগ্ন এলাকায়। কিন্তু আজ বনধের কারণে সংলগ্ন এলাকা ছিল একেবারে শুনশান। দোকান বাজার বন্ধ রাস্তাঘাট ফাঁকা। প্রসঙ্গত শুকনা স্টেশন চত্বর ছিল একেবারেই শুনশান।

















