ব্যবসা সচল রাখার আরজি মেয়রের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রী মৃত্যু ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বনধের বিরোধিতায় রাস্তায় নামে তৃণমূল ও আইএনটিটিইউসি। এদিন শিলিগুড়ির রাজপথে নেমে হাতজোড় করে মেয়র নিজেই ব্যবসায়ীদের কাছে আবেদন করেন দোকান খুলে রাখবার জন্য। উল্লেখ্য সম্প্রতি মুখ থেতলানো অবস্থায় এক ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় শিলিগুড়ির মাটিগাড়ায়। স্কুল ড্রেস পড়া অবস্থাতেই খুন করা হয় ওই নাবালিকা কিশোরকে। যার প্রতিবাদে বিগত কিছুদিন ধরেই উত্তাল গোটা শহর। প্রতিবাদ স্বরূপ পথ অবরোধ, বিক্ষোভ, থানা ঘেরাও চলেছে। প্রসঙ্গত গতকাল বিশ্ব হিন্দু পরিষদ ঘোষণা করে ধর্মঘটের। আজ ১২ ঘন্টা বনধ ডাকা হয়। উক্ত খুনের ঘটনায় দোষীর ফাঁসি ও কঠোর শাস্তির দাবিতেই মূলত এইদিনের বনধ। সকাল থেকে বনধের মিশ্র প্রভাব পড়েছে শহরে। যান চলাচল করলেও স্বাভাবিক দিনের তুলনায় আনকটাই কম। বিভিন্ন বাজারগুলোতে দোকান পাটও বন্ধ ছিল। অপরদিকে এই বনধের বিরোধিতায় রাস্তায় নামে তৃণমূল ও আইএমটিটিইউসি।রাস্তায় নামেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব সহ এমএমআইসির সদস্যরা। শহরের সেবক রোড, হিলকার্ট রোড প্রদক্ষিণ করে ব্যবসায়ীদের কাছে আর্জি জানান দোকান খোলার জন্য।













