Banner Top

প্রয়াত কল্যাণ মুখার্জির স্মরণ সভা

                    দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরুপ চক্রবর্তী ও শ্যামল কুমার করঃ  খড়দহ পৌরসভার সন্নিকটে রবীন্দ্রভবনে প্রয়াত কমরেড কল্যাণ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট নেত্রীবৃন্দ এবং কমরেড গণ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে অগণিত কমরেডস এরা উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ববৃন্দ এবং  কমরেড বারাকপুরের প্রাক্তন এমপি তড়িৎ বরণ তোপদার, ছিলেন কামারহাটির কমরেড মানষ মুখার্জি, কমরেড অসীম দাশগুপ্ত প্রাক্তন অর্থমন্ত্রী,  কমরেড গৌতম মুখার্জী, কমরেড বাবন সরকার টিটাগর খড়দহ এরিয়া কমিটির সম্পাদক, কমরেড শামসুল উদ্দিন, কমরেড তপন দাস, কমরেড চারণ চক্রবর্তী,  কমরেড সমীর মন্ডল, কমরেড দেবজ্যোতি দাস, কমরেড ঝন্টু মজুমদার, কমরেড স্বপন ধর, কমরেড পলাশ দা শসহ অগণিত অনুগামী। প্রত্যেকে প্রয়াত কমরেড কল্যাণ মুখার্জির প্রতিকৃতি মাল্যদান করেন। এছাড়াও ছিলেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তীর সহধর্মিনী রমলা চক্রবর্তী, ওরা তো কমরেড কল্যাণ মুখার্জির সহধর্মিনী রিঙ্কু মুখার্জি এবং তার একমাত্র দুহিতা কল্পিতা মুখার্জি সহ আরো অনেকে। স্মৃতিচারণের মধ্য দিয়ে দিয়ে চলে গণনাট্য সংস্থার পরিচালনায় সমবেত নৃত্য এবং তার ব্যাক ফুটে কর্মজীবনের নানাবিধ স্মৃতিচারণের মধ্য দিয়ে বিভিন্ন কথা উঠে আসে তার দীর্ঘ জীবনে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা থেকে শুরু করে খড়দহের প্রথম রূপকার হিসেবে তিনি কি কি করলেন মানুষের সেবায় কতটা নিজেকে নিয়োজিত করেছিলেন তারই বিভিন্ন তথ্য। তার জীবন কাহিনী লিখে শেষ করা যাবে না তন্মধ্যে শ্রমিক সংগঠনের সংগঠক হিসেবে ২০০১ থেকে ২০১৬ পর্যন্ত সি আই টি ইউ র সংগঠক হিসেবে সাফল্যের সাথে কাজ করেছেন। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনি পার্টির অবিভক্ত খড়দহ লোকাল কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও ১৯৯৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত পার্টির ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটির অন্যতম সদস্য এবং ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত পার্টির খড়দহ টিটাগর জোনাল কমিটির সম্পাদক ও ১৯৯৮ থেকে ২০২২ পার্টির উত্তর ২৪ পরগনার জেলা কমিটির সদস্য হিসেবে কাজ করে গিয়েছেন কমরেড কল্যাণ মুখার্জি। খড়দহ রূপকার হিসেবে খড়দহকিশোর সংঘ ভারতীয় গণনাট্য সংঘ সহ বহু সাংস্কৃতিক সংগঠন যার মধ্যে অন্যতম খড়দহ পেইন্টার্স ফোরাম, সহযাত্রী, খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি ইত্যাদি ইত্যাদি বলে শেষ করা যাবে না। এছাড়াও খড়দহ স্টেশন রোড ও কল্যাণী এক্সপ্রেস সম্প্রসারণ রবীন্দ্র ভবন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি স্থাপন ভাষা শহীদ স্মারক বিবেকানন্দ স্টেডিয়াম নির্মাণ সহ বলরাম হাসপাতাল অধিগ্রহণ ও আধুনিকীকরণ এর মত কাজেও তার অবদান ছিল অনস্বীকার্য। ব্যক্তিগত জীবনে ভালোবাসতেন রবীন্দ্র সংগীত  শুনতে। গান শোনা ও ফুল গাছ পরিচর্যা সময় দিতেন নিয়মিত। প্রায় তিন দশকের বেশি সময় ব্লাড সুগার ও কোলেস্টেরলের সমস্যা কে সঙ্গে করে পথ চলার পর গত কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই সংক্রান্ত চিকিৎসা চলাকালীন গত ২২ শে জুলাই ২০২৩ সন্ধ্যায় খড়দহের একটি বেসরকারি হাসপাতালে আকস্মিকভাবেই প্রয়াত হন তিনি। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন তার বৃদ্ধা মা স্ত্রী কন্যা জামাতা নাতনি সহ এক বৃহত্তর পরিবার আপনজনদের। আর তার ওই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হয়ে গেল এক স্মরণ সন্ধ্যা।

প্রয়াত কল্যাণ মুখার্জির স্মরণ সভা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment