থ্যালাসেমিয়া সচেতন শিবির নন্দকুমারে
দাবদাহ লাইভ, নন্দকুমার, অক্ষয় কুমার গুছাইতঃ বর্তমান যুগে থ্যালাসেমিয়া এক মারাত্মক রোগ। একটু অসচেতনতার জন্য প্রতিদিন এই রোগে আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ শিশু। বিদ্যালয় জীবন থেকেই এই মারাত্মক রোগ সম্পর্কে ছাত্র ছাত্রীদের সচেতন করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের করক শচীন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ প্রামাণিক। ছাত্র দরদী প্রধান শিক্ষক ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ১৮ আগস্ট ২০২৩ বিদ্যালয়ে আয়োজন করলেন এক থ্যালাসেমিয়া সচেতনতা শিবির। প্রধান শিক্ষককে এইকাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মেডিক্যাল টিম, হলদিয়া রোটারি ক্লাব এবং আর সি সি নাইকুন্ডি জনকল্যাণ সমিতি। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করতে একটি আলোচনা সভার পাশাপাশি থ্যালাসেমিয়ার বাহক কিনা তা জানতে সংগ্রহ করা হয় ১২০ ছাত্র ছাত্রীর রক্তের নমুনা। সম্পূর্ণ বিনামূল্যে এই রক্ত পরীক্ষা করানো হয়। মূলত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ছাত্র ছাত্রীদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মত। প্রধান শিক্ষক নিতাই চাঁদ প্রামাণিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ।

















