ব্যাঙ্ক অফ বরোদা প্রতিষ্ঠা দিবস পালন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাত হৃদয়পুর নব সোপানের সভাকক্ষে ব্যাঙ্ক অফ বরোদার ১১৬তম প্রতিষ্ঠা দিবসে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন সহকারী মহাকর্মাধ্যক্ষ সন্দীপ কুমার। এই অনুষ্ঠানে ১৫০ অসহায় পথ শিশুদের হাতে চাল, ডাল, তেল-নুন ও অন্যান্য সামগ্রী সহ খাবার প্যাকেট তুলে দেন আধিকারিকরা। নব সোপানের সম্পাদক সৌভিক ঘোষ, সুপনা মণ্ডল, সভাপতি রত্ন রায় সহ অন্যান্যরা।
নিউজ এক ঝলকে
ব্যাঙ্ক অফ বরোদা প্রতিষ্ঠা দিবস পালন বারাসাতে
0%


















