মানুষের জন্য হৃদয়ের দান রক্তদান
দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ বারাসাত পৌরসভার উদ্যোগে ডাক বাংলো মোড় সংলগ্ন এক শৌচালয় নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক অনুষ্ঠানে এসে জানান স্বাস্থ্য পারিষদ অভিজিত নাগ চৌধুরী। উল্লেখ্য, পথচলতি সহ স্থানীয় ব্যবসাদারদের দীর্ঘ দিনের দাবী এই শৌচালয় নির্মাণের। সকলের সুবিধার্থে ৬.০লক্ষ টাকা ব্যায়ে খুব শীঘ্রই তৈরী হবে এই শৌচালয়। এদিন উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত পৌরসভার ২৬ নং ওয়ার্ডে ডাক বাংলো ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মিলন ভবনে ‘মানুষের জন্য হৃদয়ের দান’ রক্তদান শিবির সহ বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা, দন্ত পরীক্ষা ও ফিজিওথেরাপি করা হয়। ৮৫ জন রক্ত দান করেন। ৬০জন করে চক্ষু ও দন্ত পরীক্ষা করান। উপস্থিত ছিলেন দিব্যপুরুষ শ্রী সমীরেশ্বর ব্রক্ষচারী, ডাঃ সৌরভ চক্রবর্তী, কার্ত্তিক দত্ত, ডাঃ তন্ময় চট্টোপাধ্যায়, ডাঃ সৌভিক দাস, শিশির ভট্টাচার্য, সংস্থার যুগ্ম সম্পাদক সৌরভ গুহ ও ভগবান লাল প্যাটেল, সভাপতি আশীষ ভরদ্বাজ, দিলীপ মণ্ডল ও দিলীপ মজুমদার প্রমুখ।

















