হৃদয়পুর প্রয়াস- এর মানবিক উদ্যোগ
দাবদাহ লাইভ, বারাসাত, অমৃতলাল মজুমদারঃ ১৩ আগস্ট: উত্তর ২৪ পরগনা জেলার জনকল্যাণমুখি সেবা প্রতিষ্ঠান হৃদয়পুর প্রয়াস-এর উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। হৃদয়পুর সংহতি গ্রন্থাগারে আয়োজিত এই শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সুজিত চৌধুরী, ডাঃ জয়ন্ত পাল, ডাঃ অর্ঘ্য প্রসূন ঘোষ, ডাঃ প্রদীপ লাহা, ডাঃ সোমনাথ সরকার, ডাঃ প্রিয়দর্শন কোনার, ডাঃ দেবলীনা মিত্র ও ডাঃ অরিন্দম মিত্র সহ অন্যান্যরা। উপস্থিত চিকিৎসকরা এলাকাবাসীর রকমারী স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ সহ পরামর্শ প্রদান করেন। উপস্থিত এলাকার মানুষজন মহতী এই শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা করে প্রয়াসের কর্ণধার শ্যামলকুমার দাসের ভূয়সী প্রশংসা করেন। প্রয়াসের এ হেন মানবিক উদ্যোগে খুশি এলাকাবাসী৷

















