ডার্বি জয়ের স্বাদ পেল লাল হলুদ
দাবদাহ লাইভ, বিধাননগর, নিজস্ব সংবাদদাতাঃ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুবল পাল তোলা নৌকা। জ্বলে উঠলো মশাল। মরসুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়েন্টকে। খেলার ফলাফল ইস্টবেঙ্গল ১ মোহনবাগান ০। লাগাতার পরাজয়ে অবশেষে জয়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল। এদিন যুবভারতীতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রচুর দর্শকের আগমন হয়েছিল। ম্যাচের প্রথম হাফে কোন দল গোল করতে পারেনি। তবে দ্বিতীয় অর্ধের মাঝামাঝি সময় ইস্টবেঙ্গল ম্যাচের একমাত্র গোলটি করে। এরপর মোহনবাগান আপ্রাণ চেষ্টা করলেও গোল শোধ করতে পারেনি।
ডার্বি জয়ের স্বাদ পেল লাল হলুদ
0%

















