গ্রাম পঞ্চায়েতে বিজেপির বোর্ড
দাবদাহ লাইভ, পূর্ব মেদিনীপুর, অক্ষয় গুছাইতঃ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের চিস্তিপুর-২ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হলো আজ। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল ভারতীয় জনতা পার্টি। বোর্ড গঠনকে কেন্দ্র করে বি জে পি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই চিস্তিপুর ২ পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৫। তার মধ্যে বিজেপি জয়লাভ করেছে ৯ টি আসনে । তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬ টি এবং একটি আসনে জয়লাভ করেছে নির্দল প্রার্থী। বিজেপি নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে বোর্ড গঠন করতে সক্ষম হয়। শপথ বাক্য পাঠ করাতে বিডিওর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন পটাশপুর ব্লকের বিদ্যালয় পরিদর্শক তন্ময় মণ্ডল, সুশান্ত বেরা, শান্তনু মাইতি এবং বি এল আর ও সুপ্রিয় ভট্টাচার্য। বিজেপির তরফ থেকে প্রধান এবং উপপ্রধান হয়েছেন যথাক্রমে সত্যরঞ্জন দে এবং ভরত মেইকাপ। বোর্ড গঠন উপলক্ষে ছিল মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা। কোনোরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মানুষের স্বার্থ রক্ষা করতে আগামী দিনে স্বচ্ছ ভারত, ১০০ দিনের কাজ, বার্ধক্য ভাতা রাস্তা ঘাটের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করবেন বলে জানান উপ প্রধান ভরত মেকাপ।

















