নিউ বারাকপুরে শংকর পুকুরের নবরুপে সৌন্দর্যায়ন
দাবদাহ লাইভ, নিউ ব্যারাকপুর, অরুপ চক্রবর্তী ও শ্যামল করঃ সম্প্রতি, উত্তর ২৪ পরগণা জেলার নিউ বারাকপুর পুরসভার ৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শংকর পুকুর পাড়ের নবরুপে সুসজ্জিত সৌন্দর্যায়ন করে শুভ উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, ওয়ার্ড কমিটির সদস্য ও মহিলারা। পৌরপ্রধান প্রবীর সাহা বলেন, শহর জুড়ে সার্বিক উন্নয়ন চলছে। রাস্তাঘাট ড্রেন নিকাশি আলোর পাশাপাশি শহরে পুকুরগুলিকে পশ্চিমবঙ্গ সরকারের গ্রীন সিটি মিশন প্রকল্পের অর্থানুকূল্যে নবরুপে সুসজ্জিত আধুনিকিকরন ও সৌন্দর্যায়ন রুপায়িত হয়। ২০২১ এর কোভিডের সময় থেকে শহরে নয়টি পুকুরের সংস্কার সৌন্দর্যায়ন কাজ চলছিল। পুরসভার ৫নং ওয়ার্ডের শংকর পুকুর পাড়ের সৌন্দর্যায়ন মডেল রুপ দেওয়া হল। এলাকার মানুষজন মারা গেলে তাদের পারলৌকিক ক্রিয়া-কর্মের জন্য সুন্দর শেড সহ ঘাটের সংস্কার, রাস্তা সহপুকুরের চারিপাশে ফলের গাছ লাগিয়ে ইকো সিস্টেম বজায় রাখা। তৎসহ আলোকিতকরন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শহরের উন্নয়নে অগ্রগতির পথ এগিয়ে নিয়ে চলেছেন। দীর্ঘ ৪৩ বছরের বাম জমানায় পুর বোর্ড ক্ষমতায় থাকাকালীন সৌন্দর্যায়ন ভাবনাচিন্তাই করেননি। নেতাদের মাথায় আসে নি কেন। জবাব চাওয়ার সময় এসেছে। স্থানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী বলেন, দীর্ঘদিনের এলাকার মানুষের দাবি বাস্তবায়িত হল; শংকর পুকুর পাড়ের নবরুপে সুসজ্জিত সৌন্দর্যায়ন – তার একটা দিক। রাজ্য সরকারের গ্রীন সিটি মিশন প্রকল্পের ১৩ লক্ষ টাকা বরাদ্দ এই সৌন্দর্যায়নে। ওয়ার্ডের সকল স্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সার্থক রুপ পেল। ওয়ার্ডের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এদিন।








