ডেঙ্গু সচেতনতা বার্তাবরণে খুদে শিশুদের র্যালী
দাবদাহ লাইভ, আলিপুরদুয়ার, সজল দাশগুপ্তঃ মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে এলাকার খুদে শিশুদের নিয়ে র্যালি করলো আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার দুপুর ১টা নাগাদ আলিপুরদুয়ার জংশন অফিসার্স কলোনিতে পথের সাথী স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয় সংলগ্ন এলাকা থেকে এই র্যালি শুরু হয়। এবং জংশনের বিভিন্ন জায়গা পরিক্রমা করে ডি আর এম চৌপথী শিশু উদ্যান হয়ে ফের পথের সাথীর স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এদিন এলাকার প্রায় শতাধিক খুদে শিশু ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করতে সচেতনতামূলক ব্যানার হাতে নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পথের সাথী স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সুব্রত মজুমদার, পথের সাথী স্বেচ্ছাসেবী সংস্থা সম্পাদক মিঠুন রায়, সদস্য অনিল কুমার ঝাঁ সহ অন্যান্যরা।








