তৃণমূল কং-এর ধর্ণা মালদায়
দাবদাহ লাইভ, মালদা, নিজস্ব সংবাদদাতাঃ এক গুচ্ছ দাবীর ভিত্তিতে মালদা জেলায় তৃণমূল কংগ্রেসের ধর্ণা ও অবস্থান কর্মসূচী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইন-শৃঙ্খলার অবনতি, সারাদেশে বেকারত্ব বৃদ্ধি, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ জীবন দায়ী ঔষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ডি.আর.এম অফিস পার্শ্ববর্তী সমন্বয় ক্লাবের সামনে বিক্ষোভ অবস্থান ও ধর্না কর্মসূচিতে শামিল তৃণমূলের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারী, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সৌমিত্র সরকার, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য নেতৃত্ব।








