ফের ডুয়ার্সের লোকালয়ে হাতির দল
দাবদাহ লাইভ, ডুয়ার্স, সজল দাশগুপ্তঃ ডুয়ার্স, ৫ আগষ্ট:- ফের লোকালয়ে হাতির দল। বিন্নাগুড়ি চা বাগানে ৩ টি হাতির একটি দল ঢুকে পড়ে শনিবার সকালে।জানা যায় একইসঙ্গে রেড ব্যাঙ্ক চা বাগানেও ১৫-১৬ টি হাতির দল দাঁড়িয়ে রয়েছে। এদিন শ্রমিকরা কাজে গিয়ে হাতির দলটিকে দেখতে পায়।তারপরই বনবিভাগকে খবর দেওয়া হয়। হাতির দল চা বাগান এলাকায় তান্ডব চালালেও বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয় নি।
ফের ডুয়ার্সের লোকালয়ে হাতির দল।
0%








