গোবরডাঙায় সংস্কার ভারতীর অনুষ্ঠানে দীনবন্ধু স্মরণ
দাবদাহ লাইভ, হাবরা, পাঁচু গোপাল হাজরাঃ স্বাধীনতার ৭৫ অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ সেমিনার। ৫ আগস্ট গোবরডাঙ্গা নিবেদিতা শিশু তীর্থে আয়োজিত এই সেমিনারের বিষয়ে ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে দীনবন্ধু অবদান। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ প্রান্ত নিবেদিত এই অনুষ্ঠানের সূচনা পর্বে সংগীত পরিবেশন করেন শ্রীকান্ত কুন্ডু। ভারতের স্বাধীনতা আন্দোলনে দীনবন্ধুর অবদান শীর্ষক আলোচনার অন্যতম আলোচক ছিলেন ডক্টর রাজেন্দ্র মজুমদার। তিনি তার বক্তব্যে দীনবন্ধু মিত্রর নীলদর্পণ ও স্বাধীনতা আন্দোলনে তার প্রতিবাদী চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্কার ভারতীর গোপাল কুন্ডু এছাড়াও শাশ্বতী নাথ, সুপ্রীতি নাথ সুতার প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুতপা কর্মকার।








