ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনিক বৈঠক
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ডেঙ্গুর লাগাম টানতে জেলা শাসককে নিয়ে মেয়রের প্রশাসনিক বৈঠক। গত বারের ভুলের খেশারত গুনতে হচ্ছে এখনও। গত বছর যে ভাবে ডেঙ্গু মহামারির আকার ধারন করেছিল তা নিয়ে পুরসভার গাফিলতি নিয়ে আঙ্গুল তুলেছিল জন সাধারন। তবে এবার সেই ভুল করতে নারাজ পুরসভা। সেই কারনে যুদ্ধকালীন তৎপরতায় একে নির্মুল করতে উদ্যগি হয়েছে মেয়র গৌতম দেব।শনিবার দার্জিলিং জেলা শাসক এস পুনমবালম সহ জেলার স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে বৈঠক সারেন তিনি। পরিশেষে তিনি জানান,এবার কড়া হাতে ডেঙ্গু মোকাবিলা করা হবে।পরিতক্ত্য ফাকা জায়গা দ্রুত পরিষ্কার করার জমির মালিককে পরিষ্কার করার নির্দেশ দেন। প্রয়োজনে আইনি ব্যাবস্থা গ্রহনের হুশিয়ারি দেন। অন্যদিকে একজন ডেঙ্গু সংক্রমিত হলে তার আশেপাশে ১০০ টি বাড়িকে গুরুত্ব সহকারে দেখার কথা জানান তিনি। যেহেতু অগাস্ট মাস থেকেই ডেঙ্গুর বার বারন্তি দেখা যায়, সেই কারনে সচেতনতা মুলক প্রচারের পাশাপাশি ১৭ই অগাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন পালন করবে পুরসভা, বলে জানান তিনি।








