বোমাতঙ্কে এলাকাবাসী তদন্তে পুলিশ
দাবদাহ লাইভ, বহরমপুর, নিজস্ব সংবাদ দাতাঃ একটি প্লাস্টিকের জার ও বেশকিছু সূতলী উদ্ধার ঘিরে বোমা আতঙ্ক সামসেরগঞ্জে। একটি জার ও বেশকিছু সূতলী উদ্ধার ঘিরে বোমা আতঙ্ক সামসেরগঞ্জে। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা অঞ্চলের শুলিতলা গ্রামে শুক্রবার সকালে বোমা তৈরির সরঞ্জাম সন্দেহে গ্রামজুড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে জানাজায় একটি নতুন নিলথন অব্দি বাড়ি তৈরি করে রাখা ছিলো সেই বাড়িতে একটা প্লাস্টিক জার রাখা ছিল, পাশেই ছিল সুতলী আরো অন্যানাসবাবপত্র। স্থানীয় মানুষ দেখতে পাই, খবর দেয়া হয় সামসেরগঞ্জ থানার পুলিশ কে। ওই প্লাস্টিক ড্রামের মধ্যে কি ছিল ধোঁয়াশায় এলাকাবাসী। ইতিমধ্যে ঘটনা স্থলে রয়েছে পুলিশ । আদৌ কি ছিল সেই প্লাস্টিক ড্রামে রহস্য দানা বাঁধে।








