পৌর শ্রমিকরা পি এফের আওতায়
দাবদাহ লাইভ, খড়দহ, অরুপ চক্রবর্তী ও শ্যামল করঃ খড়দহ পৌরসভার দীর্ঘ প্রায় দুই বছর পর অসংগঠিত শ্রমিকদের বেতন দৈনিক ২৬০ টাকা ২০ টাকা বাড়িয়ে ২৮০ টাকা। এবং সকল শ্রমিকদের পিএফের অন্তর্ভুক্তি ঘোষণা করলেন একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার পুরো প্রধান নীলু সরকার। উপস্থিত ছিলেন উপ-পৌরপ্রধান সায়ন মজুমদার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতাগণ সহ খড়দহ পুরসভার এক্সিকিউটিভ অফিসার। পৌর কর্মচারীগণ এ ব্যাপারে উচ্চসিত এবং আরও সংগঠিত হওয়ার নিবেদন জানান অসংগঠিত শ্রমিকরা।
পৌর শ্রমিকরা পি এফের আওতায়
0%








