Banner Top

লেকটাউনে সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবস পালন

          দাবদাহ লাইভ, অরুপ চক্রবর্তী ও শ্যামল করঃ  সম্প্রতি, লেকটাউনে একদা সিপিএম নেতৃত্ব সুভাষ চক্রবর্তীর পঞ্চদশতম প্রয়াণ দিবস পালিত হয়। সেই অনুষ্ঠানে সি পি এম নেতৃত্ব সুজন চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন। এক প্রশ্নোত্তরে শাসক দলের প্রতি কটাক্ষ করে সমালোচনা করেন। সল্টলেকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের আন্দোলনে গন্ডগোল প্রসঙ্গে বলেন, আপার প্রাইমারি পরীক্ষার্থীরা তাদের তো কোন অপরাধ নেই বছরের পর বছর বঞ্চনা শিকার তারা যখন দপ্তরের কাছে গিয়ে হাজির হয়েছে কার্যত তাদের চ্যাংদোলা করে মারধর করে সরিয়ে দেওয়া হয়েছে। যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তারা বঞ্চিত এবং তাদের অসহায়ের মতো পুলিশ তাদের পেটাচ্ছে আর যারা ফেল করেছে তাদের একটা অংশকে টাকার বিনিময়ে পেছনের দরজা দিয়ে নিয়োগ করছে এটার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজানো হচ্ছে। তাদের বিক্ষোভ যুক্তিসঙ্গত এম এল এরা কি করছে এমপিরা কি করছে সরকার কি করছে। সরকার অপরাধীদের পাশে। এটা দুর্ভাগ্যের ফলে আন্দোলন চলবে। ইছাপুরের সাত সকালে শুট আউট প্রসঙ্গে বলেন, তৃণমূলের রাজত্বের শুট আউট এখন নিত্যদিনের ঘটনা। সকালে ইছাপুরে শুট আউট হয়েছে। কোনদিন ব্যারাকপুর কোনদিন দুর্গাপুর কোনদিন হাওড়া কোনদিন গ্রাম বাংলা এ যেন এক গুলি বন্দুকের রাজত্ব। আসলাম গুলি করলাম চলে গেলাম কেউ কিছু বলার নেই। অপরাধীরা যখন পুলিশকে কন্ট্রোল করে অথবা অপরাধীদের মাথায় পুলিশ যখন ছাতা ধরে চলে তখন যা হওয়ার পশ্চিমবঙ্গের তাই হচ্ছে। কার্যত শুট আউট এর রাজত্ব চলছে, পশ্চিমবঙ্গের গুলি বন্ধুকের রাজত্ব চলছে। সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্যতম মাথা বলছে ই ডি তার ১২৬ কোটি টাকা বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা প্রসঙ্গে বলেন, সুজয় কৃষ্ণের ১২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে সে নাকি নিয়োগ দুর্নীতির মাথা, আর কে সুজয় কৃষ্ণ ভদ্র – কালীঘাটের কাকু; কালীঘাটের কাকু বলল সে নেহাত একজন কর্মচারী আমার মনিব ভাইপো এবং সে ধরাছোঁয়ার বাইরে তাই দেখা গেল দিল্লির কার্যত স্যাংশন নিয়ে কোর্টের নির্দেশের বাইরে ভাইপো কিন্তু পগারপাড় পালিয়ে চলে গেছে, তাকে কে প্রশ্রয় দিচ্ছে দিল্লিতে যারা ইডির মাথা তারাই তো প্রশ্রয় দিচ্ছে ভাইপোকে এবং সেই কারণে ইডি মনে হচ্ছে নিয়োগ দুর্নীতি কান্ডের মাথা কাকু আসলে যে কাকুর পিছনে মাথা কালীঘাটের ব্যানার্জি পরিবার এটা গোপন করতে চাইছে ইডি কেন? আমি আবারও বলছি সুজয় কৃষ্ণ ভদ্রের নিরাপত্তাকে সুনিশ্চিত করা হোক। আমরা দেখেছি বগটুই কান্ডের পর লালন শেখ কিন্তু এখন বেঁচে নেই। তৃণমূল যা খুশি তাই করতে পারে। যেকোনো ঘটনা ঘটাতে পারে। ভাঙড়ে বিজয় উৎসবে নওশাদ সিদ্দিকীকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে বলেন, ফুলে নেতৃত্বে রাজত্বে অসভ্য অপদার্থ লোকেরা নেতা হয়েছে, নুসরাত যেমন নেতা হয়েছে এরকম আরো অনেক জীবনকৃষ্ণ সাহা নেতা হয়েছে, অনুব্রত মণ্ডল নেতা হয়েছে ঐরকমই ওইসব নেতা তৈরি করেছে তৃণমূল এবং তারপর তারা অসভ্যের মতো ব্যবহার করছে সমাজব্যবস্থাকে কলুষিত করছে।

লেকটাউনে সুভাষ চক্রবর্তীর প্রয়াণ দিবস পালন
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment