Banner Top

সাত বছর বয়সে ২০৭টি পুরস্কারে বিশ্ব রেকর্ড গড়ল

                               দাবদাহ লাইভ, কালিয়াগজ্ঞ, নিজস্ব সংবাদদাতাঃ   মাত্র ৭ বছর বয়স। কথায় এখনো আধো আধো ভাব। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়ার অমৃতা মোদক এখন তার অসাধারণ প্রতিভার নিরিখে ঝড় তুলে একের পর এক বিরল রেকর্ডের অধিকারী হচ্ছেন। কালিয়াগঞ্জ এর হাসপাতাল পাড়ার বাসিন্দা সাত বছরে এই শিশু কন্যার নাম অমৃতা মোদক। ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলে ক্লাস টু এর ছাত্রী সে। তার আবৃতি নাচ গান এবং ক্যারাটে প্রতিযোগিতাতে জেলা, রাজ্য, জাতীয় প্রতিযোগিতাতে অসাধারণ কৃতিত্ব অর্জন করে এক বছরের মধ্যে ২০৭টি পুরস্কার ছিনিয়ে আনার সুবাদে এক অনবদ্য রেকর্ড সৃষ্টি করেছে। যার ফলস্বরূপ ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, কালাম বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডের অধিকারী হলো সে। অমৃতার এই সাফল্যে খুশি একদিকে যেমন তার বাবা-মা অপরদিকে খুশি সমগ্র জেলাবাসী। জানা যায় সাত বছরের অমৃতা মোদক ছোট থেকেই নাচ গান অঙ্কন আবৃত্তি এবং ক্যারেটের প্রতি ভালোবাসার টানে আসক্ত হয়ে যায়। পড়াশোনার ফাঁকে ফাঁকে নিয়মিত ভাবে বাড়িতেই চর্চা করে এইসব বিষয়গুলি নিয়ে অমৃতা। আর তাই মাঝে মাঝেই বিভিন্ন প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ের উপরে আর সেই সুবাদে গত এক বছরে সে ২০৭ টি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার  অধিকারী হয় সে। বিরল এই প্রতিভার অধিকারী অমৃতা মোদক জানায় তার খুব ভালো লাগে, নাচ গান আবৃত্তি, অংকন এবং ক্যারাটে করতে। অমৃত বলে আগামী দিনে তার ইচ্ছে আরও বড় জায়গায় গিয়ে আরো পুরস্কার ছিনিয়ে আনার। তবে সে বলে আগামী দিনে সে ডাক্তার হতে চায়। অন্যদিকে অমৃতার বাবা অনুপ কুমার  মোদক জানায় তার মেয়ের এই অসাধারণ কৃতিত্বের জন্য তিনি খুবই গর্বিত বাবা হিসেবে। অনুপ বাবু জানান তার মেয়ে স্থানীয় স্তর থেকে আরম্ভ করে জাতীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে তার ফলস্বরূপ গত এক বছরে তার বাড়িতে অমৃতার ঝুলিতে এসেছে অনেক পুরস্কার। যার ফলস্বরূপ এত কম সময়ের মধ্যে এত পুরস্কার পাওয়ার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড, কালাম বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডের অধিকারী হয়েছে সে। অনুপ বাবু বলেন আগামী দিনের তার মেয়ে যেদিকে তার ভালো লাগবে সেদিকেই তারা উৎসাহ দিবে তার আগামী দিনের সাফল্যের ক্ষেত্রে। তার মেয়ে এইভাবে দেশে বিদেশে জনপ্রিয় হবে তা কখনোই ভাবতে পারেননি। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা আসছে।আর যাকে নিয়ে এত কান্ড সেই অমৃতার অবশ্য এ নিয়ে মাথা ব্যাথা নেই। গান গাওয়া আবৃতি অংকন নাচ এবং ক্যারাটে করাটা পুরোটাই নির্ভর করে তার মেজাজ এর উপরে।অমৃতা মা মৌটুসী কুন্ডু বলেন তার সন্তানের এই কৃতিতে তার খুব ভালো লাগছে। আগামী দিনে যাতে তার সন্তান আরো এগিয়ে যায় তার জন্য সে আপ্রাণ সহযোগিতা করবে এ নিয়ে কোন সন্দেহ নেই।

সাত বছর বয়সে ২০৭টি পুরস্কারে বিশ্ব রেকর্ড গড়ল
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment