সিপিডিআর এর চারা গাছ বিতরণ
দাবদাহ লাইভ, মদ্যমগ্রাম, উত্তম চক্রবর্তীঃ সম্প্রতি অরণ্য সপ্তাহের শেষ দিনে সিপিডিআর (পশ্চিমবঙ্গ) বারাসাত মধ্যমগ্রাম শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচী পালিত হয়। এই অনুষ্ঠানে প্রায় ১৫০টি চারা গাছ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান নিমাই ঘোষ, রাজ্য সভাপতি দয়াময় বিশ্বাস, বিশিষ্ট পরিবেশবিদ তুষার কান্তি মল্লিক, মধ্যমগ্রাম থানার অফিসার ইন চার্জ পিনাকি রায়, রাজ্য স ম্পাদক ডঃ হেম ন্ত মজুম দার, কাজল বিশ্বাস, শাখা সভাপতি রজ্ঞিত বণিক, কার্যনির্বাহি সভাপতি বিশ্বজিত রায় প্রমুখ। পরিবেশ দূষণ মুক্ত রাখতে এক আলোচনার মাধ্যমে গাছের প্রয়োজনীয়তা বিষয়ে সচেতন করা হয়।
সিপিডিআর এর চারা গাছ বিতরণ
0%








