প্রয়াত চিকিৎসকের স্মরণ সভা
দাবদাহ লাইভ, হাবরা, অর্পিতা সেনঃ চলতি মাসের ১৩ তারিখ হাবরা চিকিৎসা জগতের উজ্জ্বলতম শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর কাজল কুমার ঘোষের অকাল প্রয়াণ ঘটে। চিকিৎসা মন্দিরে ভগবান ডক্টর কাজল কুমার ঘোষের হঠাৎ এই মন্দির ত্যাগে গোটা হাবড়াবাসি ডুকরে কেঁদে উঠেছিল। পাশাপাশি তারাদের দেশে তার আত্মার চিরশান্তি কামনা করে। ২৯ শে জুলাই আই এম এ হাবরা শাখার উদ্যোগে আই এম এ হাবরা শাখার জায়গাছি কার্যালয়ে স্টুডেন্ট হেলথ হোম ও আই এম এ হাবরা শাখা আঞ্চলিক কেন্দ্রের সভাপতি সবার প্রিয় প্রয়াত কাজল ঘোষের স্মরণসভা আয়োজিত হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রয়াত চিকিৎসক কাজল ঘোষের দুই পুত্র কুনাল ঘোষ, কুশল ঘোষ, স্ত্রী কুমকুম ঘোষ, পুত্রবধূ সহ ছিলেন হাবরা পৌরসভার উপ পৌরপ্রধান সিতাংশু দাস, প্রাক্তন পৌরপ্রধান তপতী দত্ত, জনপ্রতিনিধি শ্যামল দত্ত প্রমুখ। স্টুডেন্ট হেলথ হোম এর চিকিৎসক ডক্টর কুমারেশ ঘোষ, ডক্টর পুষ্পেন্দু সেনগুপ্ত, গোবরডাঙ্গা শাখার চিকিৎসকেরা ও কামিনী কুমার ও কালি বালার স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী প্রমুখেরা । আই এম এ সূত্রে জানা গিয়েছে প্রয়াত ডক্টর কাজল কুমার ঘোষ এর ইচ্ছা অনুযায়ী তার বড় ছেলে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি চিকিৎসক শংকর সাহার হাতে উন্নয়ন তহবিলের এক লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি স্টুডেন্ট হেল্থ হোমের হাবরা শাখা স্কুলের উন্নয়ন তহবিলের আরো এক লক্ষ টাকা করে মোট তিন লক্ষ টাকা প্রদানের কথা ঘোষণা করেন। স্মরণসভা ধীরে ধীরে গান কবিতা স্মৃতিচারণায় ভারাক্রান্ত হয়ে ওঠে। এর মাঝে আই এম এ হাবরা শাখার সদস্য চিকিৎসক শংকর প্রসাদ সরকার জানালেন চিকিৎসক পরিবারের পাশে আমরা আছি তার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে শোক প্রকাশ করলেন হাবড়া পৌরসভার উপ পৌরপ্রধান সিতাংশু দাস। স্মরণসভা শেষ হবার আগেই ঝড়ের মতো আরও এক দুঃসংবাদ ধেয়ে এলো, আইএম এ’র অপর এক সদস্য স্বনামধন্য চিকিৎসক ঘনশ্যাম সিংহ প্রয়াত হয়েছেন । আবারো হাবরা চিকিৎসা জগতে নক্ষত্রপতন। চ্যানেলের সকল কলা-কুশলীদের পক্ষ থেকে চিকিৎসকের প্রতি থাকল শেষ শ্রদ্ধা।








