পাকুয়াহাট কান্ডে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা
দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ মালদা অবশেষে পাকুয়াহাট কান্ডে পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা জেলা পুলিশ সুপারের। ঘটনার নয়দিন পর ব্যবস্থা নিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মালদার বামনগোলা থানার পাকুহাট কান্ডে দুই মহিলাকে জুতো পেটা বিবস্ত্র করে মারধরের ঘটনায় ক্লোজ করা হলো বামনগোলার থানার আই সি সহ তিন পুলিশ অফিসারকে। পাঠানো হলো পুলিশ লাইনে। ক্লোজ করা হলো বামনগোলা থানার আই সি জয়দেব মুখার্জি ও পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ভার প্রাপ্ত আধিকারিক রাকেশ বিশ্বাস ও দুইজন সাব ইন্সপেক্টর। এ বিষয়ে এখনো পুলিশ সুপারের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পাকুয়াহাট কান্ডে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা
0%








