তৃণমূল যুব কং প্রতিবাদ মিছিল শিলিগুড়িতে
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ মনিপুরের ঘটনার নিন্দা জানিয়ে এবং ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি তুলে শিলিগুড়ি রাজপথে নামল শিলিগুড়ি টাউন ১,২,৩ নং তৃণমূল যুব কংগ্রেস। মণিপুরে মহিলাদের বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগে উত্তাল গোটা দেশের রাজনীতি। সেই ঘটনার নিন্দা জানিয়ে এবার পথে নামল তৃণমূল যুব কংগ্রেসের 1, 2, 3 নং টাউন কমিটি। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ঘটনার নিন্দা জানিয়ে একটি ধিক্কার প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল থেকে কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতা অভিযোগ তুলে ধিক্কার জানানো হয়।এদিন মিছিলটি বাগাযোতিন পার্ক থেকে শুরু করে শিলিগুড়ির মূল পথ পরিক্রমা করে।
তৃণমূল যুব কং প্রতিবাদ মিছিল শিলিগুড়িতে
0%








