নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ট্যাক্সি গন্তব্যে পৌঁছাতেই তদন্তকারীদের হাতে গ্রেফতার হয় ২ জন। উদ্ধার হয় বিপুল পরিমান নিষিদ্ধ মাদক। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার বরানগর থানার অনন্যা মোড় এলাকায় ঘটনাটি ঘটে। গোয়েন্দা সূত্রে জানা যায়, সূত্র মারফত তারা খবর পায় নিষিদ্ধ মাদক নিয়ে শিয়ালদহ থেকে ট্যাক্সি চেপে বরানগরের দিকে রওনা দিয়েছে দুই ব্যাক্তি। সূত্র অনুযায়ী অভিযান চালায় ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। বরানগর অনন্যা মোড়ে এসে দাঁড়ানো একটি ট্যাক্সিতে তল্লাশি চালায় তারা। উদ্ধার হয় ৪ প্যাকেট নিষিদ্ধ মাদক। যার ওজন প্রায় ১০০ কেজি। এরপর ওই ট্যাক্সিতে চেপে আসা আনোয়ার হোসেন ও গোপা দত্ত নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ধৃতরা অসম থেকে এদিন শিয়ালদহে নামে। এরপর ট্যাক্সিতে চেপে বরানগর অনন্যা মোড়ে আসে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক মুলত অসম থেকেই নিয়ে আসা হয়েছে বলে জানায় পুলিশ। ধৃতরা কতদিন যাবত ওই কারবারের সাথে যুক্ত, উদ্ধার হওয়া মাদক কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তারা, তাদের ওই কারবারের সাথে আর কে বা কারা কিভাবে জড়িত সম্পূর্ণ তথ্য তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে গোয়েন্দা বিভাগ সূত্রে খবর।








