কংগ্রেসের প্রতিবাদ মিছিল বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, শ্যামল কুমার করঃ মনিপুর ও বাংলায় নারিনির্যাতন এবং পঞ্চায়েতে ব্যাপক ছাপ্পা ও সন্ত্রাসের বিরুদ্ধে উত্তর ২৪ পরগণা জেলা সদর বারাসাত স্টেশন থেকে কলোনি মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে পথ অবরোধ করে শহর কংগ্রেস কর্মীরা। রাজ্য কংগ্রেস সম্পাদক সজল দে, যুব কংগ্রেস সম্পাদক নীলাভ বন্দোপাধ্যায়, জেলার কার্যকরী সভাপতি সালাউদ্দিন ঘরামী এবং কৃষ্ণ পদ চন্দ্র এবং জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী ডালিয়া বসু সহ বারাসাত শহর কংগ্রেস সভাপতি (পূর্ব) বিকাশ কান্তি ঘোষ ও অন্যান্য নেতৃত্ব।
কংগ্রেসের প্রতিবাদ মিছিল বারাসাতে
0%








