শ্রাবণে তারকেশ্বরে পূর্ণার্থীদের জন্য প্রশাসন সজাগ
দাবদাহ লাইভ, তারকেশ্বর, নিজস্ব সংবাদদাতাঃ শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে লক্ষাধিক পূর্নাথীর ভিড় জমিয়েছেন তারকেশ্বর মন্দিরে। মন্দিরে প্রবেশের আগে মোট আটটি ড্রপ গেট করা হয়েছে। সাত টি পুলিশি সহায়তা ক্যাম্প, চারটি স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প তার মধ্যে দুটি স্পেশাল স্বাস্থ্য পরিষেবা ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন দুধপুকুরে স্পিড বোর্ড সহ মোতায়েন করা আছে বিপর্যয় মোকাবিলার একটি দল এছাড়াও প্রস্তুত রাখা হয়েছে ফায়ার ব্রিগেডের একটি টিম এমনকি বোম্ব ডিসপোশাল টিম ও মোতায়েন করা হয়েছে হুগলি গ্রামীন পুলিশের পক্ষ থেকে। এছাড়াও বৈদ্যবাটি নিমাইতির্থ ও শেওরাফুলি ঘাট থেকে তারকেশ্বর পযন্ত পূর্নাথীরদের সুবিধার্থে পর্যাপ্ত আলো এবং পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।








