নারী বিবস্ত্রের অভিযোগে পুলিশ সুপার অফিস ঘেরাও
দাবদাহ লাইভ, মালদা, নিজস্ব সংবাদ দাতাঃ মালদা জেলার বামনগোলায় অমানবিক ও বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে। পাকুয়াহাট এলাকায় চোর সন্দেহে দুই মহিলাকে নগ্ন করে মারধরের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দাবদাহ লাইভে তা’ প্রকাশের জেরে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবারে আন্দোলনে নামলো বিজেপি। ঘটনার প্রতিবাদে এদিন তারা পুলিশ সুপার অফিস ঘেরাও-এর ডাক দেন। শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে বিজেপি কর্মীরা। এরপর তারা উপস্থিত হন পুলিশ সুপারের অফিসের সামনে। ঘটনার প্রতিবাদ জানিয়ে সেখানে ধর্ণায় বসেন বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ ধরে চলে এই আন্দোলন কর্মসূচী। এই বিষয়ে সাংসদ খগেন মুর্মু জানান, দুই আদিবাসী মহিলার উপর বর্বরচিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। সিভিক ভলেন্টিয়ারদের সামনে এবং পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনিপুরের ঘটনা নিয়ে সরব কিন্তু মালদহের ঘটনা নিয়ে তিনি চুপ।







