সাংবাদিক পুলিন দাসের স্মরণ অনুষ্ঠান
দাবদাহ লাইভ, হাবরা, বাসুদেব সেনঃ গতকাল ২০শে জুলাই ২০২৩, হাবরা কলতান প্রেক্ষাগৃহে বিশিষ্ট সাংবাদিক প্রয়াত পুলিন কৃষ্ণ দাসের জন্মতিথি পালন ও স্মরণ অনুষ্ঠান পালিত হয় বহু বিশিষ্ট জনের উপস্থিতিতে। পুলিন কৃষ্ণ দাস ১৯৪৫ সালের ২০শে জুলাই বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। বাবা নরেন্দ্রনাথ দাস একজন বিড়ি শ্রমিক ছিলেন। উদ্বাস্তু হয়ে এদেশের হাবরায় আসেন ১৯৪৮ সালে ।পুলিন কৃষ্ণ দাস পাক্ষিক সংবাদপত্র ‘ ধারাপাত ‘ প্রকাশ করেন ১৯৭৭ সালে। সাহিত্যিক বিপ্লব চন্দ এ ব্যাপারে তাঁকে বিশেষ সাহায্য করেন। দারিদ্র তার নিত্যসঙ্গী ছিল। বাবার মৃত্যুর পর নরেন্দ্র নাট্য সংস্হা গড়ে তোলেন। সংবাদপত্র, খেলা ও নাটক তিনটিতেই সমান দক্ষতা দেখিয়েছেন। সত্যি খবর প্রকাশের জন্য এক সময় সরকার তাঁকে জেলবন্দী করেও রেখেছিল। কলতান অনুষ্ঠানের আয়োজন করেন তাঁর পুত্র উদয়শঙ্কর দাস। পুলিন কৃষ্ণ দাসের স্ত্রী ছায়া দাস ও পুত্রবধূ রনিতা দাস সবাইকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে হাজির ছিলেন হাবরা ও গোবরডাঙা পুরপ্রধান যথাক্রমে নারায়ণ চন্দ্র সাহা এবং শঙ্কর দত্ত। এছাড়া অশোকনগরের উপপুরপ্রধান ধীমান রায়, বাংলা ক্রিকেট বোর্ডের শ্রীমন্ত কুমার মিশ্র, প্রবীন সাংবাদিক নিরঞ্জন বন্দোপাধ্যায়, হাবরার উপপুরপ্রধান সিতাংশু দাস, সাংবাদিক ও লেখক মৃনাল কান্তি সাহা, সুদিন গোলদার, অশোকনগর বাণীভবন হাইস্কুলের প্রধান শিক্ষক ড: মনোজ ঘোষ,অশোকনগর প্রেসক্লাবের সভাপতি প্রলয় কুমার গুপ্ত ও আরো অনেকে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রঞ্জিত দাস। সঞ্চালক ছিলেন সাংবাদিক পাঁচুগোপাল হাজরা । অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক ও লেখক পবিত্র কুমার মুখোপাধ্যায় সবাইকে পুলিন কৃষ্ণ দাসের কর্মজীবনের লড়াই ও তাৎপর্য ব্যাখ্যা করে শোনান । বিকেল চারটায় শুরু হয়ে সন্ধে সাতটায় এই মহতী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে । এই অনুষ্ঠানে একটি ‘ স্মরণিকা ‘ প্রকাশিত হয়েছে, যার নাম : ‘ পুলিন কৃষ্ণ দাস ও ধারাপাত। ‘২৯জন সাংবাদিক ও লেখক এই প্রয়াত সাংবাদিকের কর্মজীবনের কথা এবং বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।








