Banner Top

এলাকা উন্নয়নের কান্ডারী সিপিএম দলের কল্যাণ মুখার্জী প্রয়াত

                  দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল করঃ  দীর্ঘ রোগে আক্রান্ত হয়ে আকস্মিক ৬৮ বছরে প্রয়াণ হল খড়দাহ এলাকা উন্নয়নের কান্ডারী কল্যাণ মুখার্জি।  এলাকায় এই খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে খড়দহ অঞ্চল জুড়ে।  দু’বছর ধরে ডাইলোসিস চলছিল আজ সন্ধ্যা ছ’টা খড়দহ স্টেশন রোডে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। কল্যাণ মুখার্জি সিপিআইএম পার্টির ১৯৭৭ সালে সদস্য পদ অর্জন করেন ; ১৯৮৯ সালে যুক্ত খড়দহ সিপিআইএম আঞ্চলিক কমিটির সম্পাদক নির্বাচিত হন।  সিপিআইএম দক্ষিণ জোনাল কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন,  ১৯৯৮ সালে সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য ছিলেন।  দীর্ঘদিন ধরে ব্যারাকপুর দক্ষিণ জোনাল কমিটি ভাগওয়ার পরে টিটাগর খড়দহ জোনাল কমিটির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এই সম্পাদক পদে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন খরদা উন্নয়নের কান্ডারী হিসেবে ছিলেন তিনি খড়দহ স্টেশন রোড সম্প্রসারণ করা নতুন করে খরদা স্টেশন থেকে রহড়া বাজার অব্দি সম্প্রসারণ করা খরদা স্টেডিয়াম বিবেকানন্দ স্টেডিয়াম ও খড়দহ রবীন্দ্র ভবন গড়ে তোলা খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটি যা রাজ্যের বুকে একটি প্রতিষ্ঠিত বৃহত্তম পুষ্প প্রদর্শনীতে পরিণত করা যার দীর্ঘদিন সম্পাদকের পথ অলংকৃত করেছিলেন পার্টি বলতে কল্যাণ মুখার্জি ছিলেন প্রাণ তিন বছর ধরে অসুস্থ ছিলেন তার মধ্যে দু বছর ধরে ডাইলোসিস চলছিল আজ সকাল বেলা খরদাহ রহড়া স্টেশন রোডে একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে আসা ডায়ালিসিস করার জন্য, ডায়ালিসিস হওয়ার পরে আচমকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এর পরে খরদা অঞ্চলে সেই খবর পেয়ে পৌঁছে যায় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে পার্টির কর্মীরা ছাত্র-যুব পরিবারের লোকেরা তারা সকলে সেই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামনে চলে আসে এবং খরদা অঞ্চল জুড়ে নেমে আসে শোকের ছায়া। আগামীকাল সকাল ৯ টায় সি পি আই এম খড়দহ আঞ্চলিক কমিটির পার্টি অফিসে নিয়ে আসা হবে সেখানে মাল্যদান কর্মসূচির পরে তার মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হবে রেখে গেলেন একমাত্র কন্যা সহধর্মিনী এবং তার প্রিয় এবং স্নেহের মাকে আর রেখে গেলেন অগণিত পার্টির কর্ম সমর্থক দরদী এবং তার হাতে গড়ে তোলা পুষ্প প্রদর্শনী অগণিত সদস্য।

এলাকা উন্নয়নের কান্ডারী সিপিএম দলের কল্যাণ মুখার্জী প্রয়াত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment