কার্তুজ ভর্তি ব্যাগ সহ ধৃত-২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পুলিশের অভিযানে আটক হয় কার্তুজ ভর্তি ব্যাগ সহ দুই ব্যাক্তি। শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙ্গা থানার অন্তর্গত প্রতাপনগর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন রাতে সূত্র মারফত তাদের কাছে খবর আসে- বিক্রির উদ্দেশ্যে কার্তুজ নিয়ে রওনা দিয়েছে দুই ব্যক্তি। সূত্র অনুযায়ী ওই রাতেই গোবরডাঙা থানার অধীনস্ত মছলন্দপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত পুলিশ কর্মী রাখ হরি ঘোষের নেতৃত্বে অভিযান চালানো হয়। গোবরডাঙা থানার প্রতাপনগর এলাকা দিয়ে বাইকে চেপে যাওয়া দুই ব্যাক্তিকে দেখে সন্দেহ হওয়ায়, বাইকটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে বাইকে থাকা একটি ব্যাগ থেকে ১৫ রাউন্ড সেভেন এমএম পিস্তলের কার্তুজ ও ২৫টি বোরের কার্তুজ অর্থাৎ ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এরপর ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা অশোকনগর থানার সেনডাঙা পঞ্চায়েতের বামনডাঙা এলাকার বাসিন্দা- মধুসূদন ঠাকুরের পুত্র ২৬ বছরের বিক্রম ঠাকুর ও মৃত অনন্ত চক্রবর্তীর পুত্র ৪১ বছরের বাসুদেব চক্রবর্তী। ধৃতরা দুজন বিজেপি কর্মী বলে জানায় পুলিশ। উদ্ধারকৃত কার্তুজ ধৃতরা বিক্রির উদ্দেশ্যেই প্রতাপনগর এলাকায় নিয়ে গিয়েছিল বলে পুলিশি জেরার মুখে স্বীকার করেছে বলে জানায় পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, রবিবার ধৃতদের বারাসাত মহকুমা আদালতে পেশ করা হয়। কার্তুজ উদ্ধারের পিছনে আর কে বা কারা যুক্ত আছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। অন্যদিকে ধৃতরা বিজেপি কর্মী বলেই ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি স্থানীয় বিজেপির। তাদের কথায়, পঞ্চায়েত ভোটে তৃণমূলের বেশ খারাপ ফল হয়েছে সেনডাঙ্গা এলাকায়। মুলত সেই কারণে প্রতিশোধ নিতেই পুলিশকে কাজে লাগিয়ে ওই দুই ব্যাক্তিকে ফাঁসানো হয়েছে। এমনটাই জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব।








