পৌরবাজার ব্যবসায়ীদের সাধারণ সভা
দাবদাহ লাইভ, মালদা, তন্ময় মাহারাঃ শনিবার মালদা শহরের রথবাড়ি মোড় এলাকায় মালদার নেতাজি কমার্শিয়াল মার্কেটের ৪১তম ও নেতাজি পৌরবাজার ব্যবসায়ী সমিতি ২৭তম মার্কেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিচিত্রা মার্কেটের কক্ষে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারন সভা। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং সভা কক্ষে প্রদীপ উজ্বলনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। সাধারন সভায় উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার্স ওফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ মার্কেটের ব্যাবসায়ীরা। আজকের সভায় আয় ও ব্যয়ের হিসাব পেশ এবং আলোচনা করেন। এছাড়াও এদিনের কিছু ব্যাবসায়ীরা তাদের অসুবিধার কথা তুলে ধরেন।








