মণিপুরে নারী ধর্ষণের প্রতিবাদে মালদায় বিক্ষোভ
দাবদাহ লাইভ, নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরের আদিবাসী নারীদের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এদিন মালদা জেলার গাজোলে মোহন হাঁসদার নেতৃত্বে জেডিপি-র পক্ষ থেকে গাজোলের বিদ্রোহী মোড়ে পার্টির অফিস থেকে একটি মিছিল বের করে গাজোল পরিক্রমা করে। এরপর ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর মনিপুর নংথোম্বাম বিরেন সিং এর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ও অবিলম্বে মনিপুর মুখ্যমন্ত্রীর কূশ পুতুল বানিয়ে গাজোলে ৫৯২ জাতীয় সড়ক বিদ্রোহী মোড়ের উপর দাহ করে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে মনোজ দাস জানান মনিপুর রাজ্যের চার মহিলার মধ্যে দুই আদিবাসী মহিলাকে গণহত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। মাতৃ মাতাদের মান সম্মান সব ধুলোয় মিশে গিয়েছে। তারই অঙ্গ হিসাবে গাজলের বিদ্রোহী মোড়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর কূশ পুতুল বানিয়ে দাহ করে। এছাড়াও তিনি আরো জানান তারা দাবি রাখছে মনিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হোক এবং সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু করা হোক।








