গরু-দৌড় প্রতিযোগিতা জয়নগর
দাবদাহ লাইভ, ডায়মণ্ড হারবার, সজল দাশগুপ্তঃ জয়নগর :– কালের বিবর্তনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম-গঞ্জের প্রাচীন ও ঐতিহ্যবাহী বেশ কিছু খেলা বা প্রতিযোগিতা। তার মধ্যে অন্যতম মৈ-ছাড়া। অর্থাৎ গরু দৌড় প্রতিযোগিতা। আগে গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার এই বর্ষাকালে মৈ-ছাড়া বা গরু দৌড় দেখতে পাওয়া যেত। কিন্তু এখন তা অতীত। মুঠো ফোন তথা ইন্টারনেট এর মানুষজনের কর্মব্যস্ততায় সেভাবে আর রাজ্যে দেখতে পাওয়া যায় না এই ধরনের প্রতিযোগিতা। তবে প্রাচীন ও ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা এখনো দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় ধরে রেখেছে বলে স্থানীয়রা মনে করেন। তার মধ্যে জয়নগরের বকুলতলা অন্যতম। বকুলতলা থানা এলাকার হানারবাটি ও বাগমারি এলাকায় টানা তিন দিন ধরে এই মৈ-ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় সোনালী সংঘ ও বাগমারি গ্রামবাসীবৃন্দের পরিচালনা। এই প্রতিযোগিতায় জয়নগর , কুলতলি সহ বিস্তীর্ণ এলাকা থেকে নানান রঙে শতাধিকের বেশি গরু যোগ দিয়েছে প্রতিযোগিতায়। আর এই গরু দৌড় দেখতে এলাকার ভিড় জমান আশপাশের প্রচুর কৌতুহলী মানুষজন। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় মেলা বসে। এ প্রসঙ্গে এক উদ্যোক্তা বলেন, গ্রামীণ ঐতিহ্যবাহী প্রাচীন খেলা গুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। গত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসা হচ্ছে সেই ঐতিহ্যে বাঁচিয়ে রাখতে। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই প্রয়াস। আশা করা যায় এই এলাকার মানুষজন যতদিন বেঁচে থাকবে তারা এই অনুষ্ঠান চালিয়ে যাবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা গরুদের জন্য বিশেষ পুরস্কারের ও ব্যবস্থা করা হয়। এই খেলার মধ্যে দিয়ে যেমন মানুষজন আনন্দ পায় এছাড়া এর একটি ভালো দিকও আছে তাহল চাষের জমিতে গরু দৌড় প্রতিযোগিতা হলে সে জমি চাষের পক্ষে অনেক বেশি উর্বর হয়। এই সবকিছু মিলিয়ে টানা তিনদিন ধুয়ে এলাকায় এক উৎসবের আকার ধারণ করে এই প্রতিযোগিতাকে ঘিরে।








