সিপিডিআর বারাসাত শাখার উদ্যোগে চারাগাছ বন্টন
দাবদাহ লাইভ, বারাসাত, গনেশ রায়ঃ মানবাধিকার সংগঠন সিপিডিআর পশ্চিমবঙ্গ বারাসাত শাখার উদ্যোগে ১৬ জুলাই রবিবার বিকালে বারাসাত ঘোলা কাছারি রোডস্থিত ওভিজান মাঠে বন মহোৎসব এবং এক পথসভা আয়োজন করা হয়। এই দিন আমলকি গাছ, বেল গাছ, কদবেল গাছ, ডালিম গাছ, মেহগনি সহ ফল ও মূল্যবান ১০১ টি গাছ বিনামূল্যে পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয়। মানবাধিকার সংগঠন এর রাজ্য সভাপতি দয়াময় বিশ্বাস জানান গাছ লাগান প্রান বাঁচান, পরিবেশ রক্ষা করা ও চারাগাছ বিলি করা মানবাধিকার এর অন্যতম মৌলিক কর্তব্য বলে মনে করিয়ে দেন। এবং এই মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন, আগামী ১০ আগস্ট সিপিডিআর ডে পালনের। এই উপলক্ষ্যে, শিয়ালদহ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সামনে বিশাল সমাবেশে দলে দলে যোগদান করার আবেদন জানালেন। এবং নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের প্রতি জেলা ও শাখা কমিটি হাজার হাজার মানুষকে গাইড করে নিয়ে আসার এবং ফিরে যাওয়ার দায়িত্ব নিতে। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি অশোক ভট্টাচার্য, বারাসাত শাখার উপদেষ্টা অনুপ কুমার বাইন, সভাপতি মনোজ কুমার জাসওয়াল, সাধারণ সম্পাদক সৌমিত ঘোষ, কার্যকরী সভাপতি সুবীর রায় চৌধুরী, সহ সভাপতি লক্ষীকান্ত দেবনাথ সহ এলাকার সাধারণ মানুষ।








